বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে নারী নির্যাতন মামলায় আল আমিন তুহিন (৪৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের বুজরুক বোয়ালিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে এ.টি.এম আল আমিন তুহিনের বিরুদ্ধে তার স্ত্রী’র দায়ের করা নারী নির্যাতন মামলায় গতকাল দুপুরে কুঠিবাড়ী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তুহিন উপজেলার পচারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম শিক্ষক তুহিনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজ্ঞ জজ আদালতের জারিকৃত ওয়ারেন্ট ৬৫/২৩ নং এবং ০৬/০৭/২০২৩ইং সালের স্মারক নং ৩৫৯ নং নারী নির্যাতন মামলায় তুহিনকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।