শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক ২ ঘন্টা অবরোধ

গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক ২ ঘন্টা অবরোধ

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে স্কুল ছাত্র সাব্বির হোসেন হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকার লোকজন। গোবিন্দগঞ্জ থানা চৌরাস্তা মোড়ে গতকাল বুধবার দুপুর ১২ টা থেকে বেলা ২ টা পর্যন্ত প্রায় ২ঘন্টা অবরোধ থাকায় ওই মহাসড়ক ছাড়াও দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চালাচলকারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুননবী প্রধান, আবুল কালাম আজাদ ও বিএনপি নেতা মোস্তফিজুর রহমান দুলু প্রমুখ। বক্তারা অবিলম্বে স্কুল ছাত্র সাব্বির হোসেন হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com