বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় ট্রাক চালকসহ ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, গত বুধবার রাত আনুমানিক ১১ টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের জেপি ফিলিং স্টেশনের পাশ্বে ঢাকা-রংপুর মহাসড়কের মাঝে নির্মাণাধীন ফ্লাইওভারের জন্য সংরক্ষিত স্থানে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে অজ্ঞাত পরিচয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত মরদেহটি বশির শিকদার (৫২) নামে এক ট্রাক চালকের। পরে মরদেহের সাথে থাকা ড্রাইভিং লাইসেন্স ও মুঠোফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সাথে কথা বলে নিহতের পরিচয় সনাক্ত করা হয়। রংপুর থেকে খুলনা যাওয়ার পথে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত বশির শিকদার খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার হাজ্বী তমিজ উদ্দিন সড়কের দারুল আমান মহল্লার বাসিন্দা হাসেম শিকদারের ছেলে বলে জানা গেছে।
ট্রাক চালকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে, মঙ্গলবার সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ান তলা রেলওয়ে সেতু এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫৭) মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার ভোরে সৈয়দপুর-ঢাকা রেললাইনের দেওয়ান তলা রেলওয়ে সেতুর (৫০এ) পাশে স্থানীয় লোকজন অজ্ঞাত এক ব্যক্তির খ-িত মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে সেখানে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।