সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই বিকল ট্রাকের পিছনে বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে চালক নিহত এবং হেলাপার শাহাদত মিয়া (২৫) আহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জের কোমপরপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালকের নাম সজিব মিয়া (২৫)। সে সাদুল্লাপুর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত রায়হান মিয়ার পুত্র। এই দুর্ঘটনায় আহত ট্রাকের হেলপার শাহাদত মিয়া গুরুতর আহত হয়ে পলাশবাড়ী হাসাপাতালে চিকিৎসাধন রয়েছে। সে বগুড়ার ফুলবাড়ীর বাসিন্দা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুরে আগে থেকেই বগুড়ামুখী পাথর বোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। একই দিকে যাওয়ার সময় বালু বোঝাই অপর একটি ট্রাক বিকল ট্রাকের সাথে সংঘর্ষ হলে বালু বোঝ্ইা ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বালু বোঝাই ট্রাকের চালক তার সিটের সাথে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাক থেকে চালকের লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে নিহত ট্রাক চালকের লাশ হস্তান্তর করা হয়েছে।