রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার মহাসড়কে একটি মিনি ট্রাকের ধাক্কায় আরেক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় হেলপার গুরুতর আহত হয়।
গত শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে ওসি মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ওই সময় সড়কের পাশে একটি মিনি ট্রাক দাঁড়িয়ে ছিল। এরই মধ্যেই আরেকটি চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটির চালক নিহত ও হেলপার আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানাতে পারিনি ওসি।