মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা হত্যাকান্ডের মূল আসামী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা হত্যাকান্ডের মূল আসামী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী জামায়াত কর্মী নজরুল ইসলাম নজির (৪০) হত্যাকাণ্ডের মূল আসামী রিফাত মন্ডল সৌরভকে (১৬) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসাথে এ নৃশংস হত্যাকাণ্ডে ব্যবহƒত ধারালো চাকুসহ ও নজরুলের ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সৌরভ নাকাই ইউনিয়নের শীতলগ্রাম (কাণিপাড়া) গ্রামের সামিউল ইসলাম ছানার ছেলে।
এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, এ হত্যাকান্ডের ব্যাপারে নিহত নজরুল ইসলাম নজিরের বড় ভাই লাল মিয়া বাদী হয়ে গত রোববার রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মামলার মূল আসামি সৌরভকে গতকাল সোমবার ভোর ৫টার দিকে গাইবান্ধা শহরের নিউ মেরিট কেয়ার কোচিং সেন্টারের আবাসিক ২ নম্বর ভবনের ১৯ নং কক্ষ থেকে গ্রেপ্তার করা হয় বলেও তিনি জানান।
এদিকে, জামায়াত কর্মী নজরুল ইসলাম নজির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে জামায়াতে ইসলামী নাকাই ইউনিয়ন শাখার পক্ষ থেকে গত রোববার সন্ধ্যায় নাকাইহাট বাজারে একটি বিশাল মিছিল ও সমাবেশ করা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com