সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহিম ফয়ছাল সজীবকে ষড়যন্ত্র্রমূলক ভাবে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বিকেলে কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজারে স্থানীয় জনগণের উদ্দ্যেগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিকেল ৩টা থেকে ঘন্টা ব্যাপী পালিত এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য ইয়াহিয়া প্রধান পাপ্পু, আব্দুল কাইয়ুম, বাদশা মিয়া আকন্দ, খায়রুল আনাম জোহা, খসরু মাহমুদ, এনামুল হক, লুৎফর রহমান খাঁন প্রমুখ।