বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রাম থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তরফ কামাল মোসলেম উদ্দিনের বাড়ি থেকে পুলিশ ও স্থানীয় জনগন ৪ চোরসহ ৪টি গরু উদ্ধার করে। এর আগে একই গ্রাম থেকে জিন্নার ৩টি গরু চুরি হওয়া একটা বাছুর সেখান থেকে বের হয়। গরু চোর গুলো হলেন মোঃ মোসলেম (৩০) পিতাঃ আমজেদ, গ্রামঃ তরফকামাল, রফিকুল ইসলাম (২৫) পিতাঃ আফজাল গ্রামঃ বালুভরা গুমানীগঞ্জ, আরিফ মন্ডল (২২) পিতাঃ সাইফুল মন্ডল গ্রাম: তরফ কামাল, সাইফুল মন্ডল (৫০) পিতাঃ মৃত মোনছের মন্ডল গ্রামঃ তরফকামাল। স্থানীয় জনগন ক্ষিপ্ত হয়ে গরু চোরদের বাড়িঘর ভাংচুর করার চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন ও সেই সঙ্গে চোরদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেয়।