সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে মটর সাইকেল কিনে না দেয়ায় বাবার ওপর অভিমান করে সরিন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বুলু মিয়ার ছেলে ফাঁসিতলা একরামুল হক কম্পিউটার বিজ্ঞান কলেজের ইন্টারমিডিয়েট ২য় বর্ষের ছাত্র সরিন বেশ কয়েক দিন আগে তার বাবার কাছ থেকে মটর সাইকেল কিনে চায়। তার বাবা কয়েক মাস পরে মটর সাইকেল কিনে দেবে বলে তাকে জানায়। বাবার কথায় সরিন বেশ কিছুদিন থেকে মন খারাপ করে থাকে। এরই এক পর্যায়ে গত শনিবার সন্ধ্যায় বাড়ীর সকলের অজান্তে সে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে বাড়ীর লোকজন আশংকাজনক অবস্থায় সরিনকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ৯ টার দিকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সেখানে তার মৃত্যু হয়।