বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের প্রবীণ বিএনপি নেতা শিবপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ প্রধান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গতকাল বিকালে উপজেলার শ্রীমুখ বনফুল ইটভাটা মাঠে কেশবপুর তরুন সংঘের আয়োজনে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ জেপি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী এ.কে.এম রাহেনুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক বিশিষ্ট ক্যাবল ব্যবসায়ী সানোয়ার হোসেন দিপু।
খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, বাংলাদেশ বিমান বাহিনীর (অবঃ) ফ্লাইট ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, দুদক’র কর্মকর্তা (অবঃ) মোজাম্মেল হক, পৌর বিএনপি’র সদস্য মনোয়ার হোসেন রাজু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি মেম্বার আব্দুল মালেক সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল আলম জুয়েল, আব্দুল হালিম প্রমূখ।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে- শান্তাহার ফুটবল একাদশ দল বনাম ঘোড়াঘাট ফুটবল একাদশ দল। খেলার শুরু থেকে গোল শুন্য ড্র হয়। শেষে ট্রাইব্রেকারে শান্তাহার ফুটবল একাদশ দল ৪ গোল করে এবং ঘোড়াঘাট ফুটবল একাদশ দল ২ গোল করে। খেলায় বিজয়ী হয় শান্তাহার ফুটবল একাদশ দল।
চ্যাম্পিয়ন শান্তাহার ফুটবল একাদশ দলকে পুরস্কার হিসাবে নগদ ৩০ হাজার টাকা এবং রানার্সআপ ঘোড়াঘাট ফুটবল একাদশ দলকে পুরস্কার হিসাবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।