সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গোবিন্দগঞ্জে যাত্রীবাহি বাসে পুলিশ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পৌর শহরের বনফুল হোটেলের সামন থেকে পুলিশ তয়েজ এন্টারপ্রাইজ নামে রংপুরগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালায়। এ সময় আল-আমিন (২৩) নামে বাসের এক যাত্রীর দুই পায়ের ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৪ কেজি শুকনা গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আল-আমিন কুমিল্লা জেলার সদর (দক্ষিণ) উপজেলার জঙ্গলবার এলাকার সেলিম মিয়ার ছেলে। অপরদিকে, গতকাল সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথায় জনতা সুপার ডিলাক্স নামক ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসে পুলিশ তল্লাশি চালায়। এ সময় বাসের সিটে বসা দুই যাত্রীর দেহ তল্লাশি করে তাদের শরীরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ৩ কেজি গাঁজাসহ ওই দুই যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- লালমনিরহাট জেলার নয়ারহাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে সুজন ইসলাম (৩৫) ও একই জেলার বনগ্রাম এললাকার তমিজ উদ্দিনের ছেলে আব্দুস ছালাম (৪৫)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের নিশ্চিত করে জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক দু’টি মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com