রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জে ৪ কেজি ৮ গ্রাম গাঁজাসহ জামাই-শ^াশুড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার পশ্চিম রামখানা মাষ্টাটারি গ্রামের বজলার রহমানের পুত্র ফারুক হোসেন (২৯) ও একই উপজেলার নাখারগঞ্জ গ্রামের শাফিক মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪২)। সম্পর্কে তারা দুজন জামাই-শ^াশুড়ী। মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। গতকাল বুধবার বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা ও এসআই মমিনুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শহরের গোলেজা মার্কেটের সামনে মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি ৮গ্রাম গাজা উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন উদ্ধার হওয়া গাজা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।