রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে গলাকাটা লাশ উদ্ধার ঃ স্বামী পলাতক

গোবিন্দগঞ্জে গলাকাটা লাশ উদ্ধার ঃ স্বামী পলাতক

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার টাওয়ার এলাকা থেকে শিউলী বেগম (৩৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। স্ত্রীকে হত্যার পর লাশ পার্শ্ববর্তী কলাবাগানে ফেলে স্বামী ফরিদ উদ্দিন পালিয়ে যায় বলে নিহতের স্বজনদের অভিযোগ। নিহত শিউলী বেগম ওই গ্রামের ফরিদ উদ্দীনের দ্বিতীয় স্ত্রী ও একই ইউনিয়নের বোগদহ সদর কলোনী এলাকার শরীফ মিয়া ড্রাইভারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফরিদ উদ্দিন শিউলী বেগমকে দ্বিতীয় বিয়ে করার পর থেকেই নানা কারণে নির্যাতন করতো। গত শনিবার সন্ধ্যার পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে ফরিদ শিউলীকে বেদম মারপিট করে ধারালো অস্ত্র দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পার্শ্ববর্তী কলাবাগানে লাশ ফেলে রেখে পালিয়ে যায় ফরিদ। প্রতিবেশীরা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
নিহত শিউলীর পিতা শরীফ মিয়ার অভিযোগ, প্রায় ১২ বছর আগে মেয়েকে ফরিদের সাথে বিয়ে দেন। কিন্তু বিয়ের পর থেকেই তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নানাভাবে নির্যাতন করতো ফরিদ। শিউলীকে পরিকল্পিতভাবেই হত্যা করে লাশ ফেলে পালিয়েছে ঘাতক ফরিদ। তিনি ফরিদকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এব্যাপারে গোবিন্দগঞ্জ অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাতেই গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহতের পিতা শরীফ মিয়া বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com