সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের গুমানীগঞ্জ ইউনিয়নের চিহ্নিত গরু চোর জাফুর বাড়ী থেকে ৫টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা জাফুর বাড়ির আসবাবপত্র ভাংচুর করেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর এলাকার থানা খলসি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে দারাজুল, সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের মোজাম্মেল হকসহ আরো একজনের সর্বমোট ৫টি গরু তাদের গোয়াল ঘর থেকে চোরেরা রোববার দিবাগত গভীর রাতে চুরি করে নিয়ে যায়। এর মধ্যে গরুর মালিক দারাজুল রাত আনুমানিক ৩ টার দিকে গরু দেখার জন্য গোয়ালে গিয়ে দেখে তার ২টি গরু নাই। গরু না পেয়ে গরুর পায়ের চিহ্ন দেখে খুঁজতে খুঁজতে পাশ্ববর্তী গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর সরকার পাড়া গ্রামের মৃত দুখা ফকিরের ছেলে এলাকার চিহ্নিত গরু চোর জাফু মিয়ার বাড়ীতে গিয়ে তার গোয়াল ঘরে গরু ২টি বাঁধা অবস্থায় দেখতে পেয়ে হৈচৈ শুরু করে। এ সময় জাফু মিয়া দারাজুল ও অন্যান্য গরুর মালিককে হৈচৈ করতে নিষেধ করে বিষয়টি রফাদফা করার জন্য তাদেরকে ২ লাখ টাকা দেয়ার প্রস্তাব দেয়। এতে গরুর মালিকগণ রাজি না হওয়ায় জাফু মিয়া ক্ষিপ্ত হয়ে একজন গরুর মালিককে ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। পরে গরুর মালিকেরা জাফুর গোয়াল ঘর থেকে তাদের ৫টি গরু উদ্ধার করে নিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা জাফু মিয়ার বাড়ীর আসবাব পত্র লুটপাট ও ভাংচুর করে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ,ফ,ম আসাদুজ্জামান জানান, বিষয়টির ব্যাপারে তদন্ত চলছে – অতি শীঘ্রই জাফুসহ গরু চোর চক্রের সদস্যদেরকে আইনের আওতায় আনা হবে।