বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে গরুসহ ট্রাক ডাকাতি মামলায় অভিযুক্ত ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গতকাল দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের মৃত আলম মিয়ার ছেলে শিপন মিয়া (২৬), গাইবান্ধা সদর উপজেলার খামার পীরগাছা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে রেজাউল করিম (৪৭), ধানগড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আল আমিন মিয়া (৪৮) এবং পলাশবাড়ী উপজেলার বলরামপুর গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫২)। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় গত ২৬ জানুয়ারি একটি মামলা দায়ের হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা গোপনসূত্রে খবর পেয়ে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে অভিযুক্ত শিপনকে সমসপাড়া নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে একই তারিখে রেজাউল করিমকে এবং রেজাউলের দেয়া তথ্য মতে আল আমিন এবং সবশেষে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।