মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:৫১ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ

গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ডিলারের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা প্রশাসকসহ বিভিন্নদপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
জানা গেছে, দরিদ্র পরিবারের সুবিধার জন্য “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হয়। এই কর্মসূচির মাধ্যমে পরিবার প্রতি মাসিক ত্রিশ কেজি চাল মাত্র ১০ টাকা দরে দিবেন সরকার। ২০১৬ সাল থেকে ডিলারদের মারফত কার্ডের মাধ্যমে এ চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এরই প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নে ৪জন ডিলার নিয়োগ করা হয়। অভিযোগ রয়েছে, ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলামের যোগসাজসে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ডিলার নজরুল ইসলাম ও ছামছুল ইসলাম তালিকায় নাম থাকলেও প্রায় দুইশত সুবিধাভোগির নাম রদবদল করে চাল উত্তোলন করে আসছিল। ২০১৬ থেকে অদ্যবধি সুবিধাভোগিদের চাল না দিয়ে ১৬ দফায় প্রায় ২৪০০ মন চাল উত্তোলন করে ওই দুই ডিলার। যার বাজার মুল্য প্রায় ত্রিশ লাখ টাকা। করোনার কারণে সরকারের নির্দেশনায় কর্মহীন দরিদ্রদের নতুন করে তালিকা করতে বেরিয়ে আসে চাল আত্মসাতের ঘটনা। এ ঘটনায় সুবিধাভোগিরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। উপরোক্ত ঘটনায় ডিলারশীপ বাতিল সহ জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকার সচেতন মহল।
এ বিষয়ে ডিলার নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এনিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। অপর ডিলার ছামছুল ইসলামের সাথে এ ঘটনায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ধরণের ঘটনা ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে বলেন, তদন্ত সাপেক্ষে ডিলার বাতিলসহ দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com