বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জে ক্লোড স্টোরেজ গুলিতে মালিকরা ইচ্ছামত আলু রাখার ভাড়া বৃদ্ধি করেছেন, যা গতবছর বিদ্যুৎ বিলের অযুহাতে ৩শ টাকার স্থলে ভাড়া বৃদ্ধি করে ৩৫০টাকা করে নিয়েছিল, এবছর কোন খরচ না বাড়লেও ক্লোডস্টোরেজ মালিকরা ক্লোড ষ্টোরেজ এ্যাসোসিয়েশন কর্তৃক ভাড়া বাড়িয়ে দিয়ে, সেই ব্যানার ঝুলিয়ে, তা দেখিয়ে ৮টাকা কেজি ভাড়া নির্ধারন করে অগ্রিম ৫০টাকা করে নিয়ে বুকিং স্লিপ কাটছেন। যা প্রতি বস্তার ভাড়া পড়বে ৬৫কেজি ৫২০টাকা। কৃষকরা একদিকে আলুর দাম কম হওয়ায় দু:চিন্তায় অপরদিকে ক্লোড ষ্টোরের ভাড়া বৃদ্ধি যা মরার উপর খারাঁর ঘা। সরকারকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ক্লোডস্টোরেজ মালিকরা কৃষকদের কাছে অতিরিক্ত ভাড়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার জন্য অগ্রিম বুকিং চুক্তি করার প্রতিবাদ জানিয়েছেন তারা। সরেজমিনে গোবিন্দগঞ্জ হিমাদ্রি ক্লোড স্টোরেজ গোবিন্দগঞ্জে দেখা যায়, কৃষকদের মুখে হতাশার ছাপ,তারা স্টোর কর্তৃপক্ষের কাছে ভাড়া বৃদ্ধির অভিযোগ করে উল্টো, পাল্টা কথা শুনতে হচ্ছে বলে জানান।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, বিভিন্ন জায়গায় ক্লোড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষকদের আন্দোলন হচ্ছে, সেখানে ভাড়া বেশী নিবে না, সেটি নিশ্চিত করা হয়েছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে ।
আর এখানে যাতে আন্দোলন না হয়, সেজন্য স্থানীয় কিছু প্রভাবশালী মজুতদার ব্যবসায়ীকে ম্যানেজ করে উচ্চ ভাড়ার প্রচলন করতে বুকিং স্লিপ দেয়া হচ্ছে।
যা কৃষক ও ভোক্তাদের বাড়তি অর্থ গুনতে হবে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা সাংবাদিকদের বলেন, তাদেরকে আইন শৃংখলা মিটিং এ ক্লোড ষ্টোরেজের প্রতিনিধিদের বিস্তারিত জানানো হয়েছে, তারা যদি ভাড়া বৃদ্ধি করে বুকিং স্লিপ কাটে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে অগ্রিম বুকিং স্লিপে কেজি প্রতি ৮ টাকা করে ভাড়া দিতে হবে বলে চুক্তিপত্রে লেখা রয়েছে, তবে কবে ব্যবস্থা নেয়া হবে, জানা নেই কৃষকদের। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী তাদের।