বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জে ২৪-২৫ রবি মৌসুমে বিতরণকৃত কৃষি প্রণোদনায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের মুখে স্বচ্ছলতার হাসি ফুটিয়ে তুলবে, আশা কৃষি অফিসের।
কৃষি অফিস জানায়, ২৪-২৫ রবি মৌসুমে উপজেলার ১৭টি ইউনিয়নসহ ১টি পৌরসভায় ৪,১০০ বিঘায় সরিষা, ৬০০ বিঘায় গম, ৬৭০ বিঘায় ভূট্টা, ৩০ বিঘায় সূর্যমূখী, ৭০ বিঘায় চিনাবাদাম, ৪০ বিঘায় পেঁয়াজ, ৭০ বিঘায় মৃগ, ৭০ বিঘায় মসুর, ৪০ বিঘায় সয়াবিন, ২০ বিঘায় খেসারী, ৭,০০০ বিঘায় বোরো হাইব্রিড বীজ, ৩০০ বিঘায় শাকসবজি বীজ চাষাবাদের জন্য কৃষকদের মাঝে প্রণোদনা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আলু লক্ষ্যমাত্রা ৬,১০৪ হেক্টর, অর্জন ৯,৩১৮ হেক্টর। বোরোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১,০৯৮ হেক্টর। উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান জানান, প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উচ্চ ফলনশীল দানা জাতীয়, তেল জাতীয়, ডাল এবং মসলা জাতীয় আবাদে ব্যাপকভাবে সম্পৃক্ত করে উক্ত ফসল সমূহের আবাদ বৃদ্ধির প্রচেষ্টা চালানো হচ্ছে। গৃহিত পদক্ষেপের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুষ্টি চাহিদা মিটানোর পাশাপাশি আর্থিক সমৃদ্ধির পথকেও প্রসারিত করবে। শস্য উৎপাদন বৃদ্ধির কার্যক্রমকে কার্যকর ও ফলপ্রসূ করার জন্য প্রণোদনা সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কর্মসূচি বাস্তবায়নের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ফসল চাষাবাদে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া পতিত জমি চাষের আওতায় আনার ফলে শস্য নিবিড়তাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ সফলতা বাস্তবায়নে বর্তমানে কর্মরত ৪৫ জন উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদান করে যাচ্ছে। তিনি আশা করেন, আবহাওয়া অনুকুলে থাকলে এ প্রণোদনা কর্মসূচি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মুখে স্বচ্ছলতার হাসি ফুটিয়ে তুলবে।