সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলার কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি লিয়ন বাবুকে (২২) গ্রেফতারসহ অপহৃত কিশোরীকে (১৩) উদ্ধার করেছে র্যাব।
গতকাল শুক্রবার দুপুরে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে লিয়ন বাবুকে গ্রেফতার করা হয়।
লিয়ন বাবু উপজেলার চাঁদপাড়া গ্রামের নয়াপাড়া (পূর্বপাড়া) গ্রামের নান্নু মিয়ার ছেলে। অভিযানিক দলটি জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন থেকে কিশোরীকে অপহরণের অভিযোগে তার পরিবার গত ১১ জুলাই গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এজাহারভুক্ত পলাতক আসামি লিয়ন বাবুকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্যমতে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে।