সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

গোবিন্দগঞ্জে কাঁচা তরিতরকারীসহ মাছ-মাংসের দাম আকাশ চুম্বী

গোবিন্দগঞ্জে কাঁচা তরিতরকারীসহ মাছ-মাংসের দাম আকাশ চুম্বী

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ পৌর বাজারে কাঁচা তরিতরকারীসহ সবজি ও মাছ-মাংসের দাম এখন আকাশ চুম্বী। এসব দ্রব্যাদির অগ্নিমূল্যের কারণে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠী।
গতকাল সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের কাঁচাবাজার ঘুরে দেখা যায়-বেগুন, করলা, ঝিঙ্গা, পটোল, কঁচুর লতি, লাউ ও মিষ্টি কুমড়াসহ সবই আছে। ইতিমধ্যে বাজারে চলে এসেছে শীতের আগাম মৌসুমী শিম, ফুলকপি, পাতাকপি ও মূলাসহ প্রায় সব ধরণের সবজি। নতুন সবজির প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষন থাকলেও আকাশছোঁয়া দামের কারণে এসব সবজির ধারের-কাছেও যেতে পারছেনা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির লোকজন। তারা বলছেন-সরকার বদলেছে ঠিকই তবে বাজার সিন্ডিকেট একই আছে। এই সিন্ডিকেটের কবলে জিম্মি সাধারণ মানুষ। স্থানীয় ভোক্তারা এসব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন- সরকারিভাবে বাজার নিয়মিত মনিটরিং না হওয়া। খোঁজ নিয়ে জানা গেছে, নতুন ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, বেগুন জাতভেদে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা পেপে কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা, পটল ৬০ টাকা কেজি, কঁচুরলতি ৮০ টাকা, মূলা ৫০ থেকে ৬০ টাকা কেজি, আলু প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি ও কাঁকরুল ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা, দেশি রসুন ২৪০ টাকা, চায়না রসুন ২২০ টাকা ও কাঁচামরিচ ২৮০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে, সরকারিভবে ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিলেও সরকারের পক্ষ থেকে স্থানীয়ভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারছেনা। বরং উল্টো দাম বেড়ে প্রতি হালি ডিম এখন ৬০ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালি এবং লেয়ার মুরগি ২৪০ থেকে ২৯০ টাকা। মাছের বাজার প্রতিকেজি পাবদা ৪০০ টাকা, শিং মাছ ৪৫০ টাকা, কই মাছ ২২০ থেকে ৩৪০ টাকা, পাঙ্গাস মাছ ১৮০ থেকে ২০০ টাকা, শোল মাছ ৬৫০ টাকা, রুই ৩০০ থেকে ৪০০ টাকা। গরুর মাংশ কেজি ৭০০ টাকা ও খাসির মাংশ ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বলছেন, সবজির বাজার অনেক দিন ধরেই বেশি। কিন্তু গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে বাজারে সবজির দাম আরও বেড়ে দ্বিগুণ হয়েছে। পাইকারি বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সবজির ক্ষেত। এ কারণে বাজারে সবজি সরবরাহ কম হওয়ায় দামও চড়া।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com