শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের উদ্বোধন

গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের উদ্বোধন

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২শ’৭৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ডঃ এএফএম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।
কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মশিউর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুখলেছুর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান, গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ মেহেদী হাসান, দ্বিতীয় কর্মকর্তা রেজাউল আলম প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ শাখার ঋণ গ্রহীতা উদ্যোক্তা নজরুল ইসলাম মন্ডলের হাতে ক্ষুদ্র ব্যবসা প্রকল্পের আওতায় ঋণের চেক হস্তান্তরের মাধ্যমে শাখাটির কার্যক্রম শুরু হলো।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com