মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে ও ভ্যান চালক নিহত হয়েছে।
প্রতক্ষ্যদর্শী সূত্র জানায়, ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ বাগদা ফার্ম নামক স্থানে বাগদা বাজার থেকে আসা একটি অটো ভ্যানের এক্সেল ভেঙে যাত্রীরা রাস্তায় ছিটকে পড়লে একই দিক থেকে আসা ট্যাংক লড়ি চাপায় ঘটনা স্থলেই ঝর্ণা বেগম নামে এক গৃহবধু নিহত হয়। এ সময় তার সন্তান, স্বামী ও ভ্যান চালক তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত তিন জনকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে প্রেরন করে।
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় নিহত গৃহবধূ ঝর্না বেগমের ছেলে জিহাদ ও ভ্যান চালক খালেক মারা যায় এবং গৃহবধুর স্বামীর অবস্থা আশংকাজনক। সড়ক দূর্ঘটনায় ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।