শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অপহরণের ঘটনায় ২ যুবক আটক

গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অপহরণের ঘটনায় ২ যুবক আটক

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর মুরাদ হোসেন (১৬) নামে এক পরীক্ষার্থীকে অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ যুবককে আটক করা হয়েছে। মুরাদ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
জানা গেছে, এবারে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মুরাদ হোসেন উপজেলার ফুলপুকুরিয়া হাইস্কুল কেন্দ্র থেকে গণিত পরীক্ষা দিয়ে গতকাল সোমবার বেলা ১ টার দিকে বের হওয়া মাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন যুবক তাকে অপহরণ করে নিয়ে যায়। মুরাদের বাবা আব্দুর রাজ্জাক তার ছেলেকে অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কাইয়াগঞ্জ এলাকার রেজোয়ান প্রধানের ছেলে আপন (২০) ও একই গ্রামের শাহজাহান আলীর ছেলে সানোয়ার হোসেনকে (১৮) স্থানীয় লোকজনের সহোযোগিতায় আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আপন ও সানোয়ারকে থানায় নিয়ে আসে। আটক যুবকদ্বয়ের তথ্যমতে পুলিশ গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোর থেকে আনুমানিক বিকেল সাড়ে ৩ টার দিকে অপহৃত মুরাদকে উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার হওয়া মুরাদ হোসেনকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com