বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সালজার ব্যাপারী (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছে। নিহত সালজার ব্যাপারী উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে।
নিহতের মামাতো ভাই তছলিম উদ্দিন সরকার জানান, একই ইউনিয়নের পার সোনাইডাঙ্গা আদর্শ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ফারুক, ফেরদৌস ও ফাহিম এবং মোজাম্মেল হকের ছেলে শামীমের সাথে নিহত সালজার ব্যাপারীর পারিবারিক ঘটনায় মামলা চলে আসছিল। এই ঘটনার জেরে গত বুধবার সন্ধার পর সালজার ত্রিমোহনী ব্রীজ বাজার এলাকায় গেলে প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলার চালায়। এ সময় তাদের ছুরিকাঘাতে সালজার ব্যাপারী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভত্র্ িকরে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে সালজার মারা যান।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।