রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে উপজেলা চেয়ারম্যানসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

গোবিন্দগঞ্জে উপজেলা চেয়ারম্যানসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া বাজারে আনন্দ মিছিলে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করার অভিযোগে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল সহ ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ১৫০ জন আসামী রয়েছে। উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের চক কোচমুড়ি গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র শাহজাহান আলী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে তিনি উল্লেখ্য করেন গত ৫ আগষ্ট বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের নেতৃত্বে ১শ থেকে ১শ’ ৫০ জনের সংঘবদ্ধ একটি সশস্ত্রদল ফুলপুকুুরিয়া বাজারে আনন্দ মিছিলে হামলা করে এলোপাথারী মারপিট করে। একপর্যায়ে হামালাকারীরা শাহজাহান আলীকেও মারপিট করে রক্তাক্ত জখম করে এবং ফুলপুকুরিয়া বাজারে অবস্থিত বাদীর দুটি দোকান ভাংচুর করে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতিসাধান করে ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com