সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ইসলামী আন্দোলনের কমিটি গঠন

গোবিন্দগঞ্জে ইসলামী আন্দোলনের কমিটি গঠন

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোবিন্দগঞ্জ পৌর শাখার কমিটি গঠন উপলক্ষে স্থানীয় লালমাটিয়া নূরানী মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা মাহদী আল মারুফ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসেন রাজু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি হাফেজ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা ক্বারী মাসউদুর রহমান, মাওলানা মাহাবুবুর রহমান, মুহাম্মদ আরজু ও স্বাধীন প্রমুখ। শেষে আলোচনা সভায় আগত উপস্থিত সকল দলীয় সদ্যসের সম্মতিতে সভাপতি পদে সৈয়দ রবিউল ইসলামকে সভাপতি, মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোবিন্দগঞ্জ পৌর কমিটি গঠন করা হয়।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com