শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে আরও ১৩ চীনা নাগরিকসহ ৫০জন হোম কোয়ারেন্টাইনে

গোবিন্দগঞ্জে আরও ১৩ চীনা নাগরিকসহ ৫০জন হোম কোয়ারেন্টাইনে

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে গোবিন্দগঞ্জে আরও ১৩জন চীনা নাগরিকসহ ৫০জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশ থেকে ফেরত আসা ৩৪ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া চীনা নাগরিকের সংস্পর্শে থাকা ৩জন ড্রাইভারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে কোয়ারেন্টাইনে থাকা ১৩ চীনা নাগরিকের নাম প্রকাশ করা হয়নি। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম জানান, বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে। এরপরও তাদেরকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরআগে ৮জন চীনা নাগরিকসহ ১৭জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন।
এদিকে, সড়ক উন্নয়ন কাজে নিযুক্ত চীনা নাগরিকরা তাদের কাজ পরিচালনার সময় বাংলাদেশী কর্মীদের সংস্পর্শে থাকায় বাংলাদেশী কর্মীরা আতঙ্কের মধ্যে রয়েছে। উল্লেখ্য গোবিন্দগঞ্জের চীনা বেজ ক্যাম্পে প্রায় ৩ শতাধিক স্থানীয় বাংলাদেশী কর্মী কর্মরত রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com