বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লীতে হামলা, অগ্নিসংযোগ, হতাহতের ঘটনায় সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদকে গ্রেফতার, বাপ-দাদার সম্পত্তি ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আদিবাসী-বাঙালিরা। স্থানীয় কাটামোড় এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি করেন বক্তারা।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, আদিবাসী-বাঙালি নেতা ব্রিটিশ সরেন, প্রিসিলা মুরমু, সুফল হেমব্রম, স্বপন শেখ, হাজী নূরুল ইসলাম, বার্নাবাস টুডু প্রমুখ।
সমাবেশের আগে আদিবাসী সাঁওতাল ও বাঙালিদের একটি বিশাল মিছিল গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড়ের ৫কি.মি এলাকার প্রদক্ষিণ করে।