মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে আওয়ামীলীগ নেতাসহ বিভিন্ন মামলার ১০ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমানকে (৬৬) সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার রাতে বগুড়া শহরের একটি বাসা থেকে পুলিশ গ্রেফতার করে। তিনি ওই ইউনিয়নের বামন হাজরা গ্রামের মৃত রহিম বক্স মুন্সীর ছেলে। অপরদিকে, গত শুক্রবার দিবাগত রাত ও শনিবার দুপুর পর্যন্ত উপজেলার নানা স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৯ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের সাহারুল ইসলামের মেয়ে শ্যামলী আক্তার (২৫), একই ইউনিয়নের বাজুনিয়াপাড়া গ্রামের মৃত বাবু মিয়া সরকারের ছেলে প্রভাত সরকার (৫৫), রাখালবুরুজ ইউনিয়নের নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের ইয়াসিন শেখের ছেলে রনি শেখ (২৪), একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বায়োজিদ হোসেন (৪৩) ও পলাশবাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান প্রধানের ছেলে বকুল প্রধান (৫২), তালুককানুপুর ইউনিয়নের ছোট নারিসাগাড়ি গ্রামের মৃত মোল্লা মিয়ার ছেলে জাকিরুল মিয়া (৩২), ফুলবাড়ি ইউনিয়নের ছোট সাতাইল বাতাইল গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী বেহুলা বেগম (৪০), দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ গ্রামের মৃত রজব আলী ব্যাপারীর ছেলে আলাল ব্যাপারী (৬০) এবং পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া (শিল্পপাড়া) গ্রামের মৃত খোকা শেখের ছেলে গোলাপ শেখ (৩৫)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিভিন্ন মামলায় ১০ জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সকলকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।