সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আঃ লতিফ মন্ডলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
নানা অনিয়ম স্বেচ্ছাচারীতা তুলে ধরে গতকাল বুধবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপি উপজেলার সাপমারা ইউনিয়নের দুধিয়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ভুক্তভোগী দুধিয়া গ্রামের জনসাধারণ এ মানব বন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আঃ ছামাদ, নাদিম মিয়া, শাহারুল ইসলাম, আনোয়ার হোসেন, বাদশা মিয়া, জাকারিয়া ইসলাম, আবুল হোসেন ও আঃ রাজ্জাক প্রমুখ।