বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে আঃলীগের ৩ নেতা গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে আঃলীগের ৩ নেতা গ্রেপ্তার

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় ভাংচুর ও লুটপাটের মামলায় আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামীলীগ নেতা নিত্যরঞ্জন বর্মনকে (৫০) গ্রেপ্তার করেছে। সে উপজেলার শিবপুর ইউনিয়নের ভিটা শাখইল গ্রামের সতীশ চন্দ্র বর্মনের ছেলে। এদিকে, কেন্দ্রীয় যুবলীগ নেতা জামিল আহাম্মেদ (৪২) বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত সোমবার সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ বেনাপোল স্থলবন্দর থানা হতে তাকে গতকাল মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করেছে। সে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ ছাড়াও দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর (সরকারপাড়া) গ্রামের মৃত আয়তাল হোসেন সরকারের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সরকার (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ৩ জনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি এবং জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় ভংচুর ও লুটপাটের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে- গ্রেপ্তারকৃতদেরকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com