সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের চালিতা সড়কের দক্ষিণ চাংগুরা আদিবাসী পাড়ার জনি মুরমূর বাঁশঝাড় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই স্থানে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে গতকাল বৃহস্পতিবার সকালের দিকে লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহটির পড়নে ফুলপ্যান্ট ও গায়ে নীল রঙ্গের গেঙ্গি আছে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।