সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীরহাটে অগ্নিকান্ডে পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হওয়া দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদান করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ।
গতকাল বিকেলে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ওই হাটে পৌঁছে আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ ১৫ জন দোকানদারকে দোকানিকে তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। সাপমারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক ইউপি মেম্বার আজাহারুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদসহ সাপমারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।