বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে হ্যাকারসহ মিটার চুরির মামলায় ৬ জন গ্রেফতার

গোবিন্দগঞ্জে হ্যাকারসহ মিটার চুরির মামলায় ৬ জন গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গোবিন্দগঞ্জে চিহ্নিত হ্যাকার চক্রের ৪ সদস্য ও বৈদ্যুতিক মিটার চুরির মামলার ২ জনসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার চিহ্নিত হ্যাকার চক্রের মূল হোতা পলাশের ৪ সহযোগীকে গতকাল পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি গ্রামের আজম মিয়ার ছেলে রনি মিয়া (২৫), তালুককানুপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে রায়হান ইসলাম (৩২), একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৫) ও দুর্গাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে জিহাদ মিয়া (২১)। এ ছাড়াও বৈদ্যুতিক মটরের মিটার চুরির ঘটনায় গতকাল সকালে ২জনকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়াও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সাপমারা ইউনিয়নের রামপুর গ্রামের সেচ কাজে ব্যবহƒত গভীর নলকূপের সংযোগ তার কেটে মিটার চুরির সময় স্থানীয় লোকজন গত সোমবার দুপুরে ২ চোরকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করে। আটককৃতরা হলো- উপজেলার কামারদহ ইউনিয়নের ভাগগোপাল (শেরপুর) গ্রামের রুবেল শেখের ছেলে বিপ্লব শেখ (৩০) এবং সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামের মৃত সমেত শেখের ছেলে মহিদুল শেখ (৫২)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ৬ জনকে গেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা দু’টির বিষয়ে থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতারকৃতদেরকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com