শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

গৃহবধূ রপা লাশ উত্তোলনের আদেশ

গৃহবধূ রপা লাশ উত্তোলনের আদেশ

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার ডিমলা পদুম শহর গ্রামের রতন চন্দ্র মোহন্ত মেয়ে রচনা রানী রপা লাশ উত্তোলনে, গত ০৭/০১/২০২১ ইং তারিখে আদেশ প্রদান করেছেন বগুড়ার শিবগঞ্জ আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহমুদ। মামলা ও অভিযোগে জানা যায়, সাঘাটা উপজেলার পদুম শহর ইউনিয়নের রতন চন্দ্র মোহন্ত মেয়ে রচনা রানী রপা সাথে বগুড়া জেলার শিবগঞ্জ থানার শংকরপুর গ্রামের আনন্দ চন্দ্র অধিকারী ছেলে অনিক চন্দ্র অধিকারী পারিবারিকভাবে হিন্দু ধর্ম মতে বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময়ে যৌতুকের দাবি করে আসছিল তারা গত ৫ নভেম্বর দাবীকৃত যৌতুকের টাকার জন্য স্বামী অনিক চন্দ্র এবং তার পরিবারের লোকজন শংকরপুর গ্রামে শয়ন ঘরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তাকে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। অনিক চন্দ্র অধিকারী এলাকায় প্রভাবশালী ও আসামি গণ ধনাঢ্য ব্যক্তি হওয়ায় তাদের প্রভাবে এই হত্যাকারীরা বিভিন্ন প্রভাব খাটিয়ে নিবিঘেœ খালাস পাওয়ার জন্য সুযোগ খুজছেন। প্রকৃত হত্যার ঘটনা আড়াল করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে, বাদী রাষ্ট্রপক্ষে এজাহারকারী রতন চন্দ্র মোহন্ত ভিকটিমের লাশ উত্তোলন করে পূর্ণ ময়না তদন্তের জন্য গত ০৭/০১/২০২১ ইং তারিখে আবেদন করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com