শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

গুম হওয়া যুবদল কর্মীর হাতে তারেক জিয়ার উপহার

গুম হওয়া যুবদল কর্মীর হাতে তারেক জিয়ার উপহার

স্টাফ রিপোর্টার: ২০১৫ সালে গুম হওয়া জাতীয়তাবাদী যুবদলের কর্মী মোঃ নুর আলম মিয়ার স্বজনদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার উপহার পৌঁছে দিলেন যুবদল নেতৃবৃন্দ। কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল গত মঙ্গলবার রাতে গাইবান্ধা শহরের সুখনগরে গুম হওয়া নুর আলম মিয়ার স্বজনদের হাতে এই উপহার পৌঁছে দেন।
ঢাকার পল্লবী থানার সাধারণ সম্পাদক মোঃ নুর আলম মিয়াকে ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি সাদা পোশাকধারী পুলিশ উত্তরা থেকে তুলে নেয়। দীর্ঘদিনেও খোঁজ না পাওয়ায় তাঁর স্ত্রী মুনিয়া আলম একমাত্র সন্তান রাজসহ সুখনগরে আশ্রয় নেন। তারেক রহমানের নির্দেশনায় বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের তালিকা তৈরির অংশ হিসেবে যুবদল নেতা কামরুজ্জামান জুয়েল ওই পরিবারের সাথে সাক্ষাত করে উপহার তুলে দেন। এসময় তাঁর সাথে ছিলেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু প্রমুখ।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com