মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

গিদারীতে শালার লাঠির আঘাতে ভগ্নিপতি নিহত

গিদারীতে শালার লাঠির আঘাতে ভগ্নিপতি নিহত

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় শালার লাঠির আঘাতে দুলাভাই নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, নিহত মোজাহার আলী বেপারী ওরফে খাজা বেপারীর সাথে তার শালা লুৎফর রহমান ও নবীর হোসেনের দীর্ঘদিন ধরে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। নিহত মোজাহার আলী বেপারী ২৪ শতাংশ জমির বিক্রয় মূল্য পরিষদ করলেও তার শালারা জমিটি দলিল করে দিতে তালবাহানা করে আসছিলো। সম্প্রতি নিহতের শালারা ঢাকার কর্মস্থল থেকে এলাকায় আসে। এ সময় খাজা বেপারি সেই জমি দলিল করে দেয়ার কথা বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শালা লুৎফর রহমান ও নবীর হোসেন লাঠি দিয়ে দুলাভাই মোজাহার আলীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর আহত খাজাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com