বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেলেন এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেলেন এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী-সাদুল্যাপুর গাইবান্ধা-৩ আসনের আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেলেন এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি। তিনি গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনের উপ-নির্বাচন ঘিরে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিল ১৭ জন। এর মধ্যে বিচার বিশ্লেষণ করে এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকে মনোনয়ন প্রদান করেন দলের শীর্ষ নেতারা।
পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের ১৯৬৩ সালে ১ জুন উম্মে কুলসুম স্মৃতি জন্ম গ্রহণ করেন। তার বাবা মরহুম মোকসেদ আলী প্রধান মধু একজন ব্যাংকার ছিলেন ও মাতা মরহুমা মাহমুদা এবং স্বামী মাহবুর রহমান। জন্মস্থান পলাশবাড়ীতেই তার শিক্ষা জীবন শুরু হয়। ছাত্র জীবন থেকেই স্মৃতি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। আওয়ামীলীগ সমর্থক পরিবারের এ সন্তান ছাত্র জীবন শেষে একজন আইনজীবী হিসেবে ১৯৯৩ সালে ঢাকা বারে যোগদান করেন এবং আওয়ামীলীগের রাজনীতি তথা আওয়ামী আইনজীবী পরিষদের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হন। বিগত ২০০০ সালে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরী পরিষদের এক নম্বর সদস্য নির্বাচিত হন। ২০০৩ সালে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সদস্য হিসেবে যোগদান করেন। ২০০৬-০৭ সালের ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরী পরিষদের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। পরে আইন বিষয়ক সম্পাদক ও পরে ২০১২ সালে কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমান সময়ে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের গাইবান্ধা জেলা শাখা ও বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। এছাড়াও জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কমনওয়েলথ পার্লামেন্টারিয়ান অ্যাসোসিয়েশন (সিপিএ) বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য। কৃষকলীগের দশম জাতীয় সম্মেলনে ২০১৯ সালে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নে গাইবান্ধা-জয়পুরহাট জেলার সংরক্ষিত আসন থেকে ১ম বারের মতো এমপি নির্বাচিত হন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (পলাশবাড়ী-সাদুল্যাপুর) নির্বাচনী এলাকা গাইবান্ধা-৩ আসন এর আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় গত ১৫ ফেব্রুয়ারী এদিন রাত ১০ টায় পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলা সদরে পৃথক পৃথক আনন্দ মিছিল বের হয় এবং শেষে মিষ্টি বিতরণ করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com