বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সরকারি কলেজে গণিত বিভাগে শবেমেরাজ- বৈজ্ঞানিক ব্যাখ্যা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মাসুদুর রহমান। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডঃ মোঃ ইসমাইল হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল মোত্তালিব। এছাড়াও অনুষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মুহাম্মদ মিজানুর রহমান এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শেখ সাদী উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে আলোচকবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন।