সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস গতকাল কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের ১৬ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানটির ১ম পর্বে বিজ্ঞান বিভাগের এবং ২য় পর্বে মানবিক ও ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভর্তি কমিটির আহবায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম। তাঁরা নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা, পাঠ্যক্রম, পাঠাভ্যাস, পাঠ্যবহির্ভূত কার্যক্রমসহ নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন এবং শুরু থেকেই নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা ও সুশৃঙ্খল জীবনযাপনের প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আনিছা আখতার বেগম চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান, মোঃ মমিনুল ইসলাম আকন্দ, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ পরিকল্পনা বিতরণ করা হয়।