মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
ময়নুল ইসলাম : গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে এসো মিলি জীবনের জয়গানে শীর্ষক অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মেহেদুল ইসলাম প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রভাতী শিফটের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক ময়নুল ইসলাম ও শিক্ষার্থী তাসফিয়া ইসলাম। সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী সারিকা ইসরাক।
প্রধান শিক্ষক মোঃ মেহেদুল ইসলাম প্রধান বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সুপ্ত প্রতিভা বিকশিত করতে সাংস্কৃতিক প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। মনকে সুন্দর ও সতেজ করতে শিক্ষার্থীদের সুস্থধারার সংস্কৃতিকে লালন করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
শেষে বিতর্ক, নৃত্য, গান ও কবিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক মোঃ মেহেদুল ইসলাম প্রধান, সাইফুল ইসলাম ও সাংবাদিক ময়নুল ইসলাম প্রমুখ।