সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ঢাকাস্থ গাইবান্ধা সমিতি’র ২০২৪-২০২৬ এর এজিএম বিধিবহির্ভূতভাবে করায় এই অনিয়মের বিরুদ্ধে সমিতির জনৈক সদস্য মোঃ মোশাররফ হোসেন মহামান্য হাইকোর্টে গত ১৪ জুলাই একটি রিট পিটিশন দায়ের করেন। মামলা নং ৩৯৭৫/২০২৪। রীটের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান আলম বিচারপতি এস এম মাসুদ হাসান দোলন গত ২৫ জুলাই রীটের দরখাস্ত নিষ্পত্তিসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালত সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ও উপ-পরিচালক ঢাকাকে একটি আদেশ জারী করেন। এছাড়া প্রতিবছর সমিতির এজিএম, অডিট করার বিধান থাকলেও তা ঠিকমত করা হয় নাই। এ নিয়ে সমিতি’র সদস্যদের মাঝে চাপা ক্ষোভ বিরাজমান ছিল। এরপরেও সমিতির কতিপয় উচ্চভিলাসী সদস্য একতরফাভাবে নির্বাচন করার জন্য একটি তফশিল ঘোষনা করেন এবং ২৭ জুলাই এজিএম অনুষ্ঠানের দিন ধার্য্য করেন। কিন্তু উক্ত তারিখে সরাসরি ভোট না করে তার আগেই তাদের মনগড়া একটি প্যানেলকে নির্বাচিত ঘোষনা করেন।
বিগত ২০১৯ সালের ১৩ জুলাই গাইবান্ধা সমিতির এজিএম চলাকালে সেলিমা বেগম-ইঞ্জিনিয়ার রুহুল আমিন পরিষদ তাদের ভরাডুবির খবর আঁচ করতে পেরে সেলিমা খাতুনের অন্যতম অনুসারী রিপন, সোহান গং সমিতির ভোট বাক্স ছিনতাই করে। এরপরে গত ২৭ জুলাই তারিখে ২০২৪-২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করা হয়। কিন্তু সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশনভূক্ত সংগঠন হিসাবে এই সমিতির বৈধ কমিটি, বৈধ গঠনতন্ত্র নাই। এমনকি এই এজিএম অনুষ্ঠানের জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে কোন অনুমোদন নেয়া হয় নেই। ফলে এই নির্বাচনী তফসিল ঘোষণা অবৈধ বলে বিবেচিত। তবুও এই নির্বাচন কমিশন কর্তৃক গঠিত সেলিমা খাতুন, মোসাদ্দেক হোসেন, শিল্পু, সেবু গং মনোনীত ব্যক্তিদের গঠিত একক প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়। এই নয়া কমিটি মহামান্য আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৭ জুলাই ও ১০ আগস্ট তারিখে ইসি সভা করেন। অন্যদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে সমিতির নবনির্বাচিত কমিটির যে ঔদ্ধত্ত দেখিয়েছে তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কেননা মহামান্য হাইকোর্ট সমিতির সকল কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত ঘোষনা করেছে। এ ব্যাপারে রীটকারী এ বিষয় নিয়ে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ঢাকাকে সমিতির প্রশাসক নিয়োগের জন্য আবেদন করেন। সে অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, ঢাকা কর্তৃক শহর সমাজসেবা কার্যক্রম-০৮, মিরপুর- এর সমাজসেবা অফিসার মোঃ আব্দুস সালামকে গত ২৯ আগস্ট তারিখে প্রশাসক নিয়োগ করেন।