মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ গাইবান্ধা পৌরসভার নগর মাতৃসদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন সুন্দরগঞ্জ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন সাঘাটায় অবৈধ বালু উত্তোলন : প্রশাসনের অভিযানে ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা গোবিন্দগঞ্জে (অব.) সশস্ত্র বাহিনী ঐক্য পরিষদের মতবিনিময় ফুলছড়িতে কিন্ডারগার্টেনে সহপাঠীদের হাতে শিক্ষার্থী নিগ্রহের অভিযোগ ঘাঘট নদীতে শিক্ষিকার লাশ উদ্ধার সাদুল্লাপুরে বেগুন ক্ষেতে মোজাইক ভাইরাস: দুশ্চিন্তায় কৃষক কামারপাড়া কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস গাইবান্ধা সরকারি কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস

গাইবান্ধা শহরে ভয়াবহ যানজটঃ চরম দুর্ভোগে শহরবাসী

গাইবান্ধা শহরে ভয়াবহ যানজটঃ চরম দুর্ভোগে শহরবাসী

স্টাফ রিপের্টাারঃ গাইবান্ধা শহরের অন্তত ৩ কিলোমিটার অংশজুড়ে সড়কে ইদানীং অসহনীয় যানজটে নাকাল হচ্ছে শহরবাসী। যানজটে মানুষের দুর্ভোগ পিছু ছাড়ছে না। সীমাহীন যানজটে শহরের মানুষ এখন চরম দুর্ভোগ পোহাচ্ছে। ফোরলেন রাস্তায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইকগুলোর নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে। বিশেষ করে গাইবান্ধা শহরের ডিবি রোড, ২নং রেলগেট, হকাস মার্কেট, কাচারী বাজার, পুরাতন জেলাখানা মোড়, ব্রীজরোড এলাকায় প্রতিদিন অফিস সময়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ফলে যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে।
ইজিবাইকের নগরে পরিণত হয়েছে গাইবান্ধা জেলা শহর। ছোট একটি শহরে ইজিবাইকের সংখ্যা এতটাই বেশি যে পথচারীদের চলাচল দায় হয়ে পড়েছে। এছাড়া ইজিবাইকগুলো যেখানে-সেখানে ইচ্ছামতো দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। তীব্র যানজটের কবলে প্রতিনিয়ত অসহনীয় দুর্ভোগে পড়ছে শহরবাসী।
ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, শহরের ডিসি অফিস থেকে শুরু করে বাসস্ট্যান্ড, ডিবি রোড, ১ নম্বর রেলগেট ও সার্কুলার রোড হয়ে পুরাতন জেলখানা, বড় মসজিদ, ব্রীজ রোড, গফুর মার্কেট মোড় পর্যন্ত সব জায়গায় সারাদিন যানজট লেগে থাকে। কোনো বাইপাস সড়ক না থাকায় শহরের মাঝখান দিয়ে যাওয়া একটিমাত্র সড়কেই চলছে ইজিবাইক, বাস, ট্রাকসহ হাজারো যানবাহন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com