রবিবার, ০৪ মে ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

গাইবান্ধা প্রেসক্লাব সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রেসক্লাব সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে রওশন আরা নামের এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শনিবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন শেষে শহরের কাচারি বাজার এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পাকার মাথা কাইয়ারহাট গ্রামের কয়েকশ ভুক্তভোগী নারী-পুরুষ। এসময় তারা মামলাবাজ ওই নারীর হয়রানি থেকে পরিত্রাণ চেয়ে তাকে আইনের আওতায় নিয়ে বিচারের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি দাবি জানান।
গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তাছলিমা বেগম বলেন, পতিত স্বৈরাচারী সরকার দলের প্রভাব খাটিয়ে রওশন আরা মাদক ব্যবসা থেকে শুরু করে সবধরনের অসামাজিক কার্যকলাপ করতেন। মামলাবাজ ওই নারীর শাস্তি দাবি করে তিনি মিথ্যা মামলায় জড়ানো ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অভিযুক্ত রওশন আরার কাছে মোবাইল ফোনে এসব বিষয়ে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com