শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১৮ অপরাহ্ন

গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর সোনারভিটা গ্রামের সাজু মিয়ার মেয়ে সানজিদা আক্তার সোমা সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ সাগর মিয়ার সাথে প্রেম ঘটিত কারণে এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই বিবাহকে কেন্দ্র করে এলাকার সুযোগ সন্ধানী কতিপয় ব্যক্তি বাল্য বিবাহের অপপ্রচার চালিয়ে অস্বস্থিতিশীল ও উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা চালায়। এর প্রতিবাদে গতকাল শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মেয়ের মামা মকসুদার রহমান মিলন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত ১০ মার্চ গাইবান্ধা নোটারী পাবলিক কার্যালয়ে ছেলে-মেয়ে উভয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ায় সানজিদা আক্তার সোমা ও মোঃ সাগর মিয়া উপস্থিত হয়ে ৫ লাখ টাকা দেনমহর ধার্য করে এফিডেভিটের মাধ্যমে কাজীর দ্বারা বিবাহ রেজিস্ট্রি করার পর মৌলভী দ্বারা বিবাহ পড়ানো হয়। তারপর ওই গ্রামের সুযোগ সন্ধানী চাঁদাবাজ আজিজার, লুৎফর, জোবেদ আলী, আজিজুল, ওয়াশিম সহ কতিপয় ব্যক্তি তাদের ছেলে-মেয়ের সংসার নষ্ট করার জন্য বিভিন্নভাবে অপপ্রচার ও পায়তারা চালিয়ে চাঁদা দাবি করে। ওই চাদার টাকা না দেয়ায় তারা প্রতিনিয়ত আমাদের পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশসহ নানা ধরণের হুমকি প্রদর্শন করে। ফলে জীবনের নিরাপত্তার জন্য তার ভগ্নিপতি সাজু মিয়া ও বোন আছমা বেগম ছোট শিশু সন্তান নিয়ে আত্মগোপনে যায়।
সংবাদ সম্মেলনে মেয়ের বাবা সাজু মিয়া, মা আছমা বেগম ও তাদের শিশু সন্তান উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com