সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টর: গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে মোবাইল চুরি নিয়ে ঝগড়া হলেও প্রতিপক্ষকে হয়রানি করতে তাদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন নিরীহ কৃষক মন্টু আকন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মন্টু আকন্দ জানান, গত ১৮ জুন মোবাইল চুরির ঘটনায় ওই এলাকার জনৈক মোশাররফ হোসেন বাবুর মুদির দোকানের সামনে ঝগড়া হয়। সেখানে অনেকের সাথে উপস্থিত হন বয়স্ক প্রতিবেশী আব্দুল হাই মিয়া। এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করলে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুই দফায় পরিকল্পিতভাবে তাকে হাসপাতালে ভর্তি দেখানো হয়। তিনি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট, হার্ট, কিডনিসহ বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন। গত ১১ জুলাই তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। কিন্তু আব্দুল হাই মিয়ার মৃত্যুর ঘটনায় তার ছেলে রুবেল মিয়া বাদী হয়ে মন্টু আকন্দের ভাই মোকছেদ আকন্দ, ছেলে মুছা আকন্দ ও আরমান আকন্দ, স্ত্রী অবিরন বেগম, ভাতিজা বাবলু আকন্দের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করে।
সংবাদ সম্মেলনে মন্টু ও মোকছেদ আকন্দের পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীদের মধ্যে উপস্থিত ছিলেন বকুল মন্ডল, শফিকুল ইসলাম, মিঠু মিয়া, সুমন মিয়া, রাজ্জাক মিয়া, রফিকুল ইসলাম, আকাশ মিয়া, আনারুল ইসলাম, শাকিল মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com