বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

গাইবান্ধা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন

গাইবান্ধা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা গতকাল প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ও নতুন বছরের বাজেট বিষয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২০২৩ সালের ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত নির্বাচিত হয়। এতে কেএম রেজাউল হক (সম্পাদক, দৈনিক মাধুকর) সভাপতি, আবু জাফর সাবু (দৈনিক জনকণ্ঠ) সাধারণ সম্পাদক পুনঃ নির্বাচিত হন। ¬¬¬¬
গাইবান্ধা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর (দৈনিক করতোয়া), মোঃ আব্দুস সামাদ সরকার বাবু (দৈনিক ঘাঘট), দীপক কুমার পাল (জনসংকেত), অমিতাভ দাশ হিমুন (কালেরকণ্ঠ ও দেশটিভি), নুরুজ্জামান প্রধান (যুগের আলো), যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন (বিটিভি), সিদ্দিক আলম দয়াল (মাছরাঙা টেলিভিশন), ইদ্রিসউজ্জামান মোনা (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সহকারী সম্পাদক শাহাবুল শাহীন তোতা (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মামুন (চ্যানেল ২৪ টিভি), কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী (অর্জন), প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী (সমকাল), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার (আজকালের খবর ও ঢাকা টাইমস২৪ডটকম), সমাজ কল্যাণ সম্পাদক কুদ্দুস আলম (ফোকাস বাংলা ও দৃক নিউজ), পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর আলম (চাঁদনী বাজার), ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম (ভোরের পাতা), দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু (ইন্ডিপেনডেন্ড টিভি), কার্যনির্বাহী কমিটির সদস্য ফেরদৌস ইসলাম খান (আজকের প্রত্যাশা), খুরশিদ বিন আতা খসরু (আলোকিত গাইবান্ধা), খায়রুল ইসলাম (আমাদের সময় ও উত্তর বাংলা ডটকম), সরদার মোঃ সাঈদ হাসান লোটন (চলমান জবাব), এবিএম ছাত্তার (মানবকণ্ঠ), রজতকান্তি বর্মন (বাংলাদেশ বার্তা ও সাপ্তাহিক চলমান জবাব)। এছাড়া সভায় গাইবান্ধা প্রেসক্লাবের সাংবাদিকদের কল্যাণে পৃথক একটি কল্যাণ তহবিল গঠন এবং সদস্যদের নিউজ আদান প্রদানের জন্য ফেসবুকে একটি ম্যাসেঞ্জার গ্রুপ খোলা এবং গাইবান্ধা প্রেসক্লাবের ওয়েব সাইটি িি.িমধরনধহফযধঢ়ৎবংংপষঁন.ড়ৎম পুনঃ রায় চালু করার সিদ্ধান্তও গৃহীত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com