সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা পৌরসভার পরিকপল্পিত পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই গাইবান্ধা পৌর শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। বৃষ্টির পানি বের হতে না পারায় শহরের বিভিন্ন রাস্তাঘাট ও আবাসিক এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে।
গাইবান্ধা পৌর শহরের ব্যস্ততম ডিবি রোডের কাচারি বাজার, ভি-এইড রোড, মুন্সিপাড়া শহিদ মিনার রোড, ডিসি অফিস চত্বর, কোট চত্বর, হাসপাতাল সড়ক, সিভিল সার্জনের কার্যালয় চত্ত্বর, পলাশপাড়ায় গাইবান্ধা ক্লিনিকের সামনের সড়ক, শাপলাপাড়ায়, সুখশান্তির বাজার, খানকাহ শরীফ রোড জলমগ্ন হয়ে পড়েছে। এসব সড়কসহ আবাসিক এলাকাগুলোয় প্রায় হাঁটু পানি জমেছে। ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এছাড়া বৃষ্টির পানি জমে রাস্তার পিচ উঠে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। ফলে যাতায়াতে চরম বিপাকে পড়তে হচ্ছে।
পৌর এলাকায় পানি নিস্কাশনের জন্য যে সমস্ত ড্রেন নির্মাণ করা হয়েছে অধিকাংশ ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে গেছে। তদুপরি অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করায় এবং ড্রেনের পানি নিস্কাশিত হওয়ার ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ড্রেনগুলো উপচে পড়ে। জরুরী ভিত্তিতে ড্রেইনেজ সমস্যার সমাধান করা না হলে এ অবস্থার কোন উন্নতি তো হবেই না বরং অবস্থার আরও অবনতি ঘটবে শহরে প্রয়োজনীয় নর্দমা নেই, কিছু নালা থাকলেও সেগুলো সঠিক পরিকল্পনা করে নির্মাণ করা হয়নি। উঁচু করে নির্মাণ করা হয়েছে। ফলে নর্দমাগুলো কোনো কাজে লাগছে না। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃস্টি হচ্ছে । সংশ্লিষ্ট দপ্তর এর পদক্ষেপ নেয়া দরকার ।