সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ ইনোভেশনস ফর ক্লাইমেট-স্মার্ট আরবান ডেভেলপমেন্ট (ওঘঈখটউঊ) প্রকল্পের আওতায় গাইবান্ধা পৌরসভা এবং জিআইজেড (এওত) এর যৌথ আয়োজনে এসকেএস ইন-এ ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত তিনদিনব্যাপী অংশগ্রহণকারীদের মধ্যে সংলাপ ও পারস্পরিক শিখনের ২য় দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালার মূল উদ্দেশ্য অংশগ্রহণকারী পৌরসভাগুলোর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে জলবায়ু সহনশীল নগর উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী সমাধান প্রবর্তনের সুযোগ তৈরি করা। গত ২১ জুলাই প্রথম দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম।
কর্মশালার দ্বিতীয় দিনে পেয়ার টু পেয়ার ডায়লগ এন্ড লার্নিং ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।