মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ গাইবান্ধা পৌরসভার নগর মাতৃসদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন সুন্দরগঞ্জ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন সাঘাটায় অবৈধ বালু উত্তোলন : প্রশাসনের অভিযানে ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা গোবিন্দগঞ্জে (অব.) সশস্ত্র বাহিনী ঐক্য পরিষদের মতবিনিময় ফুলছড়িতে কিন্ডারগার্টেনে সহপাঠীদের হাতে শিক্ষার্থী নিগ্রহের অভিযোগ ঘাঘট নদীতে শিক্ষিকার লাশ উদ্ধার সাদুল্লাপুরে বেগুন ক্ষেতে মোজাইক ভাইরাস: দুশ্চিন্তায় কৃষক কামারপাড়া কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস গাইবান্ধা সরকারি কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস

গাইবান্ধা পৌরসভার নগর মাতৃসদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন

গাইবান্ধা পৌরসভার নগর মাতৃসদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন

স্টাফ রিপোর্টার : গাইবান্ধা পৌরসভার সবুজ পাড়ায় অবস্থিত নগর মাতৃসদন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন। একই সাথে, গাইবান্ধা পৌরসভাসহ দেশের আরও ১১টি শহরে ৩টি নগর মাতৃসদন কেন্দ্র এবং ৮টি নগর স্বাস্থ্য কেন্দ্রেরও শুভ উদ্বোধন করা হয়, যা দেশের স্বাস্থ্যসেবা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বাংলাদেশ সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহযোগিতায় এই প্রকল্পটি একটি অনন্য নজির স্থাপন করেছে। এটি শুধুমাত্র একটি স্বাস্থ্যকেন্দ্র নয়, বরং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এক বলিষ্ঠ অঙ্গীকার। তিনি জানান, এডিবির অর্থায়ন শেষ হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ নিরলসভাবে ২০২৫ সালের ১ জুলাই থেকে পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোকে সহযোগিতা করে আসছে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রকল্পে অর্থায়ন করার জন্য স্থানীয় সরকার উপদেষ্টা এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হো উন জংকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ গাইবান্ধা জেলার বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গাইবান্ধা জেলা একটি বন্যা ও নদীভাঙন কবলিত পিছিয়ে পড়া জনপদ। প্রতি বছর ১৬৫টি চর থেকে অসংখ্য মানুষ বন্যা ও নদী ভাঙনের শিকার হয়ে জীবিকার সন্ধানে গাইবান্ধা পৌরসভায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। এই হতদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর, বিশেষ করে নারী ও শিশুরা, প্রায়শই প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়।
ভার্চুয়াল উদ্ভোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকসুদ জাহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, এশিয়ান ডেভেলপমেন্টের কান্ট্রি ডিরেক্টর হো উন জং, এলজিইডি’র প্রধান প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, ভার্চুয়ালি যুক্ত হন গাইবান্ধা পৌরসভার প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুকন্ত কুন্ডু, সাব্বির আহমেদ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com